তুষার আহাম্মেদ – মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কাঠুরিয়া মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার ১২ ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলার রসুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের বিলকিস বেগমের বাড়িতে গাছ কাটতে গিয়ে গাছ হতে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মোহাম্মদ সহিদুল বেপারী (৫৫)। সে তাজপুর গ্রামের মৃত মোবারক বেপারী ছেলে। তিনি একই এলাকার দক্ষিণ তাজপুর গ্রামের বিলকিস বেগমের চাম্পল গাছ ক্রয় করে,বেলা১১টার দিকে গাছের ডাল কাটতে গেলে গাছের উপর থেকে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মৃত্যুবরণ করেন।
ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রুপা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গাছ থেকে পড়ে আহত হওয়ার পর শহিদুল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।